শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কুষ্টিয়া প্রেসক্লাবে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার দুপুর বারোটায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের একটি রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। তিনি সাংবাদিকদের দেশের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর  সাংবাদিকরা জাতির বিবেক।  সাংবাদিকদের কাছে জনগনের প্রত্যাশা একটিই, সেটি হলো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ। আশা করি গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে যত্নবান হবেন। 
এসময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ পুলিশ আবু রাসেল,  সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ ও পিপিএ্যাড. অনুপ কুমার নন্দী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ। 
এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত ২৩ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। 
গত ২৩শে সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া প্রেস ক্লাবে।

কুষ্টিয়ায় সরকারি নিয়ম অমান্য করে কৃষি জমি বালু দিয়ে ভড়াট

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধান চাষের কৃষি জমি জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু দিয়ে ভড়াট করার অভিযোগে অভিযান পরিচালনা করে বন্ধ করে দিয়েছেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ দবির উদ্দিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর)  বেলা ১২ টার সময় কুষ্টিয় সদর উপজেলার ত্রিমোহনী বাইপাস সড়ক এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিপ শীলের নির্দেশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ দবির উদ্দিন। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসকের অনুমতি বাদে পূনরায় বালু ভড়াট করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহনের কড়া হুশিয়ারি প্রদান করেন এবং প্রায় ১০ টির মত ড্রাম ট্রাকের বালু জমিতে ফেলা বন্ধ করে দেন (এসিল্যান্ড) মোঃ দবির উদ্দিন।

অভিযানের সময় নাম উঠে আসে লিটু ও বিপ্লব নামের দুইজন জমি ব্যবসায়ীর। তারা এই ধানী জমি ক্রয় করে বালু ভড়াট করে প্লট আকারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আর এই বালু ভড়াটের ঠিকাদার হিসেবে কাজ করছেন জুগিয়া এলাকার ডালিম নামের একজন বালু ব্যবসায়ী। ডালিমের বড় বড় ড্রাম ট্রাক যোগে এই বালু এনে ফেলা হচ্ছে। আর প্লাটুরের মাধ্যমে সমান করে দেওয়া হচ্ছে।

সুত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার মৃত সামসুদ্দিন সরকারের ছেলে লিটু ও একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব দুইজনই জমির ব্যবসা করেন৷ তারা জেলার বিভিন্ন এলাকার ধানী ও কৃষি জমি খুবই অল্পদামে ক্রয় করে সেখানে বালু দিয়ে ভড়াট করে প্লট আকারে কয়েক গুন বেশি টাকায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব জমি ব্যবসার কারনে তারা ভূমিদস্যু নামেই পরিচিতি লাভ করেছেন। এই সিন্ডিকেটের সাথে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল জড়িত রয়েছে। যারা মোটা অংকের টাকা বিনিয়োগ করে তাদের সহযোগীতা করে থাকেন। বর্তমানে এই সিন্ডিকেটের কারনে একদিকে যেমন কৃষি  জমির সংকটের সৃষ্টি হচ্ছে তেমনিই দিন দিন ফসলের আবাদও কমে যাচ্ছে।

কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনে উল্লেখ রয়েছে,  অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন করিয়া বা ভূমি জোনিং মানচিত্র লংঘন করিয়া কোন স্থাপনা নির্মান বা আবাসিক এলাকা প্রস্তুত করিলে বা বসতবাটি নির্মাণ করিলে বা কমিটির সিদ্ধান্ত অমান্য বা অগ্রাহ্য করিয়া অন্য কোনরূপ অবকাঠামো স্থাপন করিলে জেলা প্রশাসক বা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ কোড (খন্ড-১৪) এর অধ্যাদেশ ২৪/১৯৭০ মোতাবেক পদক্ষেপ গ্রহণ করিতে পারিবেন। অপরাধ, বিচার ও দন্ড  ধারায় ৪(১), (২), ৫, ৬, ৯(৫) ও ১০ (১) এ বর্ণিত বিধান অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য বা লংঘন করিলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হউক না কেন, তিনি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ কিংবা তাঁর/তাহাদের সহায়তা প্রদানকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব ০৫ (পাঁচ) বছর কারাদন্ড বা সর্বনিম্ন ০১(এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

এবিষয়ে কুষ্টিয়া সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ দবির উদ্দিন বলেন,কৃষি ও ধানী জমি জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই বালু দিয়ে ভড়াট করে বিনষ্ট করছিলো একটি মহল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু ভড়াট বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া আবারও বালু ভড়াট করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সোনার দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

ঢাকা: এক মাস তিন দিনের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।  

এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা।  

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।  

পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৫ আগস্ট সোনার দাম কিছুটা বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত দেশের বাজারে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।  

সে সময় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ১৮ আগস্ট সোনার দাম কমানো হয়। তারও আগে ২১ জুলাই সোনার দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৮ টাকা।

এর আগে গত ২০ জুলাই ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম দুই হাজার ২৭৫ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরির দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাক এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৭০১ টাকা করা হয়।

তারও আগে গত ৭ জুন সব থেকে ২২ ক্যারেট প্রতি ভরির সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়।

তার আগে ২৮ মে ২২ ক্যারেট প্রতি ভরির সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৭৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতি দাম ভরিতে ২৯১ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছিল।

গত ০২ এপ্রিল ২২ ক্যারেট প্রতি ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ১২৩ টাকা এবং আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়।

এদিকে স্বর্ণালংকার কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণালংকার  বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার অলংকার কিনতে ক্রেতাদের ১ লাখ ৮ হাজার ৫২১ টাকা গুণতে হবে।

কুষ্টিয়ায় কিশোরীকে জুস খাওয়ায়ে অচেতন করে ধর্ষনের পর দৌলতদিয়ায় বিক্রি

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে ১৩ বছরের কিশোরীকে জুস খাওয়ায়ে অচেতন করে জোরপূর্বক ধর্ষন করে পড়ে দৌলতদিয়া বিক্রি করা অভিযোগ এক লম্পটের বিরুদ্ধে।  পরবর্তীতে দৌলতদিয়া যৌন পল্লীতে রেখে আসে কিশোরীকে। লও লম্পটের নাম সোহাগ। সে গোলাপনগর মাজার এলাকার আছিয়ার ছেলে। 

এ ঘটনার ৫ দিন পরে  সেখানকার একজন সাধু বাবার মাধ্যমে মেয়েটি উদ্ধার হয়ে বাবা মায়ের কাছে ভেড়ামারায় ফিরে আসে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।। সেখানে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া সদরে নেয়ার পরামর্শ 
দেন। বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এই ঘটনার পর থেকে পআতক রয়েছে লম্প*ট সোহাগ। এই জঘন্য অপরাধী সোহাগের শাস্তির দাবি জানিয়েছেন অসহায় ওই কিশোরীর মা-বাবা।  শাস্তির দাবিতে ফুসে উঠেছে স্থানীয়রা।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...