রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ভেড়ামারায় বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা সজীবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ


কুষ্টিয়া নিউজঃ
কুষ্টিয়ায় ভেড়ামারায় বিএনপির চিহ্নিত সন্ত্রাসী গ্যাং কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিকৃতির মাধ্যমে জাতির জনককে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা সজীব শেখের নেতৃত্বে পাঁচ শতাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সাথে নিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের নির্দেশনায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সজীব শেখের নেতৃত্বে পাঁচ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি কুষ্টিয়া সরকারি কলেজ মোড় ও শহরের গুরুত্বপূর্ণ এলাকা থানা ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশের প্রধান বক্তা সজীব শেখ ভেড়ামারায় জাতির জনককে অবমাননার প্রতিবাদ জানিয়ে কঠোর ভাষায় বলেন, এই কুষ্টিয়া শহর বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে বর্তমানে আওয়ামীলীগের শক্তিশালী ঘাটিতে পরিণত হয়েছে। শহরের কোথাও বিএনপি জামায়াত এবং ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডাররা দাঁড়াতে না পেরে কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে তৎপর হওয়ার চেষ্টা করছে। তারই নিদর্শনস্বরুপ জাতির জনককে অবমাননার সাহস দেখিয়েছে তারা। অবিলম্বে এই দুঃসাহসিক অপকর্মের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে বিচারের আওতায় আনতে কুষ্টিয়া জেলা পুলিশের প্রতি জোর দাবি জানান তিনি। এবং একইসাথে পরবর্তীতে কুষ্টিয়ার কোথাও পুনরায় এধরনের অপকর্ম সাধনের চেষ্টা করলে তা শক্তহাতে প্রতিরোধের হুশিয়ারি দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা সজীব শেখ। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের ম্যুরাল পাশাপাশি অবস্থায় অক্ষত রাখা ছিলো। প্রচারের অভাবে এতদিন প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিলো ম্যুরাল দুটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পাশাপাশি অবস্থান করা ম্যুরাল দুটি ভাইরাল হয়ে গেলে জেলাব্যাপি প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে। জেলার মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরপর হঠাৎ কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ জিয়াউর রহমানের ম্যুরালে কালি লাগিয়ে এই ঘটনার প্রতীকি প্রতিবাদ জানায়। এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেয়। এরই ধারাবাহিকতায় রাতের আধারে বিএনপি জামায়াতের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা জাতির জনকের ম্যুরালে বিকৃতি করে তার অবমাননা করে। বর্তমানে এ নিয়ে ভেড়ামারা উপজেলা সহ সমগ্র কুষ্টিয়া জেলাব্যাপি প্রতিবাদের ঝড় উঠেছে। অতিদ্রুত এই অপকর্মের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় না আনা হলে যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে বলে দাবি করেছে সচেতন মহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...