বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিআরবি হসপিটালের প্রতারণার ফাঁদে রোগীরা হচ্ছে সর্বশান্ত


কুষ্টিয়ার নিউজ:
ঢাকায় অবস্থিত বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল প্রতারণার ফাঁদ খুলে বসেছে। ভূয়া বিল ভাউচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রোগীরা হচ্ছে সর্বশান্ত। সুস্থ্য হয়ে বাড়ী ফেরা রোগীর সংখ্যাও খুব কম। রোগীর স্বজনরা বলছে, টেষ্ট বানিজ্য করে প্রতিষ্ঠানটি। এছাড়া নির্দিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানীর দামী ঔষধের বাইরে ডাক্তাররা ঔষধ প্রেসক্রিপশন করেননা বলে অভিযোগ করেছেন একাধিক রোগীর স্বজন। এদিকে এক নবজাতককে নিয়ে ব্যবসা করেছেন বিআরবি হসপিটাল। ৭ দিন বয়সী ওই নবজাতকের এখনও নাম পর্যন্ত রাখা হয়নি। গত ৭ আগষ্ট বিআরবি হসপিটালে পেডিয়াটিক ও নিওরোলজী কনসালটেন্ট ডাঃ নাজমুন নাহারের তত্ববধানে ফার্মগেট এলাকার ফারহানার ছেলেকে ভর্তি করা হয়। ১৪ আগষ্ট পর্যন্ত ওই নবজাতককে সুস্থ্য করতে পারেনি ডাক্তার। শেষ পর্যন্ত তাকে ১৪ আগষ্ট হাতে ধরিয়ে দেয়া হয় ২ লাখ ৩৭ হাজার টাকার একটি বিল। বিলে উল্লেখিত সেবার মধ্যে ১৪ আগষ্ট রাত ১০ টা ৫০ মিনিটে একবার ৫১ মিনিটে ১ বার ও ৫৩ মিনিটে দুই বার রোগীকে দেখেছেন ডাক্তার নাজমুন নাহার। একই সময়ে তিন মিনিটের ব্যবধানে ৪ বার একই রোগীকে দেখে প্রতিবার ১২শ টাকা করে ৪ হাজার ৮ শ টাকা বিলে উল্লেখ করা হয়েছে। এই ধরণের প্রতারণা প্রায় সকল রোগীর ক্ষেত্রে করে চলেছে বিআরবি হসপিটাল। এই বিষয় নিয়ে বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ওই ডাক্তারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হসপিটাল কর্তৃপক্ষ বিল দেয়ার সময় পরিষ্কার ভাবে বলে দিয়েছে এটিই তাদের নিয়ম। ভুক্তভোগী রোগীর অভিভাবক মনসুর আহমেদ  প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কুষ্টিয়া সড়ক ও জনপথ সিবিএ'র উদ্যগে ১৫ আগষ্ট ৪৮ তম জাতীয় শোক দিবস ২০২৩,যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে


রাব্বী আহমেদ:
১৫ আগষ্ট ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কুষ্টিয়া সড়ক ও জনপথ সিবিএ এর উদ্যগে আলোচনা সভা ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার সকালে সিবিএ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ৯,৩০ টায় সড়ক ভবন থেকে ব্যানার সহ শোক মিছিল সহকারে ডিসি কোর্ট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে জাতীয় শ্রমিক লীগের শোক মিছিলে যোগ দিয়ে  এন এস রোড বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে কালো  পতাকা জাতীয় পতাকা মাইক সহকারে শোক মিছিল শুরু হয়ে এন,এস রোড থানার মোড় হয়ে সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে পুষ্প স্তবক দান করে এবং  সভাপতি মোঃ শরিফুল ইসলাম  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী পিন্টু এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন  কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রমসম্পাদক গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন এ সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের  সহসভাপতি মোঃ আক্কাস আলী ,সহসভাপতি পানি উন্নয়ন বোর্ডের সি, বি,এ সভাপতি মোঃ হাফিজুর রহমান ,কুষ্টিয়া জেলা কমিটির যুগ্মসাধারন সম্পাদক মোঃ দেলোয়ার বিশ্বাস,  যুগ্ম সাধারণ  সম্পাদক মুহঃ জাফর ইকবাল ,যুগ্ম সাধারণ সম্পাদক  পানি উন্নয়ন বোর্ডের সি, বি,এ সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান মোল্লা বাঘা , সড়ক ও জনপথ সিবিএ সিবিএ সিনিয়র সহসভাপতি আবুুল কালাম আজাদ, সহসভাপতি মোঃ নুরুল নুরুল ইসলাম, সহসভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহসম্পাদক মোঃ ফিরোজ আলম, মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুমন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক এনামুল হক,প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সোহেলী ফেরদৌসী  নির্বাহী সদস্য মোঃ আমজাদ হোসেন, আমির আলী,মোোঃ নজরুল ইসলাম, আব্দুল ওহাব সহ প্রমুুখ নেতৃবৃন্দ

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০১ আগষ্ট (মঙ্গলবার) রাত ১২.১০ ঘটিকায় র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই মোটর সাইকেলসহ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাদের সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আশরাফুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও সুরমান আলী মন্ডলের ছেলে সোহেল রানা (২৫) উভয় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কাশীনাথপুরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।


বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...