শনিবার, ৪ জুন, ২০২২

কুষ্টিয়ার (জে.টি.আই) এর সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া সংবাদ পরিবেশন


রাব্বী আহমেদঃ
কুষ্টিয়া সদর উপজেলাধীন স্বস্তিপুর, ভাদালিয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড, মেম্বার অফ জাপান টোব্যাকো কোম্পানী লিমিটেড (জে,টি,আই) থেকে সরবরাহ কারীর মালামাল লুটপাট মর্মে কিছু অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন হওয়ায় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে তথ্য অনুসন্ধানে যেয়ে জানতে পারি, ভাদালিয়া বাজার সংলগ্ন বটতৈল টেক্সটাইল মিলটি দেউলিয়া ঘোষণা করা হলে মিল মালিক মিলটি বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকো কোম্পানী লিমিটেড মিলটি ক্রয় করে সেখানে তাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ঢাকা টোব্যাকো কোম্পানী লিমিটেড জাপান টোব্যাকো কোম্পানী (জে.টি.আই) এর নিকট তাদের তামাকজাত পন্য ও তামাক প্রসেসিং ফ্যাক্টরি বিক্রি করে দিলে ভাদালিয়ার তামাক প্রসেসিং ফ্যাক্টরির মালিক হন (জে.টি.আই) কর্তৃপক্ষ, এবং সুনামের সাথে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার হাজার হাজার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন (জে.টি.আই) থেকে। এছাড়াও প্রতিষ্ঠানের ভেন্ডরগন প্রতিষ্ঠানের সঙ্গে অফিসিয়াল নিয়মানুযায়ী তাদের ব্যাবসায়িক কার্যক্রম করছেন, এখানে অনিয়মের কোনো বিষয় নেই। আরো জানা যায় প্রতিষ্ঠানটি সার্বক্ষনিক সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যা (জে.টি.আই) এর প্রধান কার্যালয় থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষন ও নিয়ন্ত্রণ করা হয়। যার কারণে অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য উক্ত প্রতিষ্ঠান (জে,টি,আই) ফ্যাক্টরিতে কর্মরত কয়েকজন প্রতিষ্ঠিত ভেন্ডরের সাথে যোগাযোগ করলে জানতে পারি, ০৩/০৬/২০২২, ০৪/০৬/২০২২ ইংরেজি তারিখে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্টিং পত্রিকায় প্রকাশিত সংবাদ টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই সংবাদটি কে বা কাহারা তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এবং (জে,টি,আই) এর সুনাম ক্ষুন্ন করার জন্য সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। (জে.টি.আই) একটি বিদেশী প্রতিষ্ঠান, এখানে অনিয়মের কোন সুযোগ নেই বা এখানে ইচ্ছা করলেই যেকোনো মালামাল প্রবেশ বা বাহির করা যায় না। আর এখানকার ভেন্ডররা দীর্ঘদিন ধরে এখানে সুনামের সহিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা যারা কোম্পানির তালিকাভুক্ত ভেন্ডর, তারা সবাই কোম্পানীর স্বার্থে এখানে কাজ করি। তাই কোম্পানীর সুনামের কথা চিন্তা করে এবং কোম্পানীর নিয়মানুযায়ী প্রত্যেকটি ভেন্ডর কাজ করে থাকি। প্রকাশিত সংবাদে মালামাল লুটপাট এর কথা বলা হয়েছে। এখানে মালামাল লুটপাট হলে কি ভেন্ডররা ব্যবসা করতে পারতো ? তারা বলেন দীর্ঘদিন ধরে (জে.টি.আই) তে ব্যবসা করছি, লক্ষ লক্ষ টাকার মালামাল পড়ে থাকে কোনোদিন কিছু হারায়নি, লুটপাট হওয়া তো অনেক দূরের বিষয়, আর হারালে/লুটপাট হলে তো আমরা ব্যবসা করতে পারতাম না। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, তারা কি বলে তা শুনলে বা দেখলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে, আরো সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, (জে.টি.আই) ফ্যাক্টরি প্রতিষ্ঠা হওয়ার পরে থেকে এই এলাকার অসহায় দরিদ্র মানুষজন কাজকর্ম করে বেশ ভালো আছে এবং এখানকার সঠিক নিয়ম কানুনের কারণেই সকলে ভালো আছে। মালামাল লুটপাট এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একরকম কিছু ঘটলে তো সকলে তা জানতেন, আমাদের জানা মতে এই ধরনের ঘটনা ঘটে নাই আর ঘটনার কোন সত্যতা নেই, কেউ হয়তো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই এইসব মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছে।(জে,টি,আই) কোম্পানি সম্পর্কে এরকম মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কোনো মানে হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...