সোমবার, ৭ মার্চ, ২০২২

কুষ্টিয়ার বটতৈলে ট্যাপেন্ডা সেবন কালে বড়ি সহ আটক - ৪

কুষ্টিয়ানিউজ: কুষ্টিয়ার বটতৈল সরদার পাড়া (বুনো পাড়া ব্রীজ নামে পরিচিত বেশি) ক্যানাল ব্রীজের পাশ থেকে ট্যাপেন্ডা সেবন কালে বড়ি সহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্ডা বড়ি সহ ৪ জনকে আটক করেছে জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । সোমবার বিকালে শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া ক্যানালের ব্রীজ পাশে শুকুমারের বাড়ি থেকে মাদক ও মাদক সেবনের জিনিসপত্র সহ ৪ জনকে আটক করা হয়েছে ।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস,আই কাশেম, এস,আই, জি,এম হাফিজুর রহমান, সিপাহী মাসুম, টিপু, রাশিদুল, ইমরান, নূর-নবী সহ কুষ্টিয়া শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া শুকুমারের বাড়ি থেকে ২ পিচ ট্যাপেন্ডা ও মাদক সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে ৷আমিরুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত-বদর উদ্দিন ,গ্রাম- জগতি (কৃষক পাড়া) ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় আমিরুলকে ১ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷জসিম জোয়াদ্দার (৪০), পিতাঃ মৃত-আলাউদ্দিন জোয়াদ্দার, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটশাহেদ আরমান , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় জসিমকে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷মহিউদ্দিন (৪৫), পিতাঃ মৃত-বাকের আলী, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় মহিউদ্দিন কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷সেলিম (৪৫), পিতাঃ আব্দুর রহমান, গ্রাম- বটতৈল, ভাদালিয়া-পাড়া ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার, মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় সেলিমকে ১ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷এসময় তাদের ৪ জনের নিকট থেকে দুই পিচ ট্যাপেন্ডা বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেট , সাংবাদিক ও জন-সাধারনের সামনে নষ্ট করা হয়েছে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...