বুধবার, ৩০ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় মাদক নিয়ে সহযোগীসহ সাবেক হেলাল মেম্বার সহ আটক -২


কুষ্টিয়া নিউজ:
কুষ্টিয়ার বটতৈল সরদ্দার পাড়া (বুনো পাড়া ব্রীজ নামে পরিচিত বেশি) ক্যানাল ব্রীজের পাশ থেকে টাপেন্টাডল সেবন কালে বড়ি সহ ৩ জন মাদক কারবারিকে লক্ষণের বাড়ি থেকে আটক করা হয়েছে ৷
কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল বড়ি সহ ৩ জনকে আটক করেছে জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া। বুধবার দুপুরে শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া ক্যানালের ব্রীজের পাশে লক্ষণের বাড়ি থেকে মাদক সহ ৩ জনকে আটক করা হয়েছে । জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস,আই কাশেম, এস,আই, জি,এম হাফিজুর রহমান, সিপাহী মাসুম, টিপু, রাশিদুল, ইমরান, নূর-নবী সহ কুষ্টিয়া শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া লক্ষণের বাড়ি থেকে ৬ পিচ ট্যাপেন্ডা ও মাদক সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে ৷ খালিদ হাসান হেলাল মেম্বার সাবেক (৪৫), পিতাঃ মৃত-লুকমান হোসেন ,গ্রাম- কবুরহাট উওরপাড়া ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় হেলাল মেম্বার কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করেন ৷ শ্রী দীপক কুমার (৪৮), পিতাঃ শ্রী শুকুমার কুমার গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় দীপকে ১মাসের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করেন ৷ শ্রী শুকুমার (৫০), পিতাঃ লক্ষণ কুমার, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা, মাদক দ্রব্য আঈন ২০১৮ / ২৯ (ক) ধারায় শুকুমারকে এক বছরের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা প্রদান করেন ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করেন ৷ এসময় তাদের তিন জনের নিকট থেকে মোট ৬ পিচ টাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেট , সাংবাদিক ও জন-সাধারনের সামনে নষ্ট করা হয়েছে ৷

সোমবার, ২৮ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা


কুষ্টিয়া নিউজ:
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আটক মাদকসেবীর ও মাদকসহ মোট ৫ জন কে ভ্রম্যমান আদালাতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হচ্ছে ১/মোঃ রাশিদুল ইসলাম (৩৫) পিতা মৃত ছেরমান গ্রাম সাতবাড়িয়া থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া সাজার মেয়াদ তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা ২/মোঃ মাজেদুল(৪০) পিতা মৃত নজরুল ইসলাম গ্রাম পূর্ব ভেড়ামারা এক মাসের কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড ৩/ মোঃ রতন রহমান (২৫)রমতদদাদার গ্রাম সাতবাড়িয়া দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচশত টাকা অর্থদণ্ড ৪/মোঃ সোহান মন্ডল (২০) পিতা শাজাহান গ্রাম কোদালিয়া পাড়া এক বছর বিনাশ্রম কারাদণ্ড পাঁচশত টাকা অর্থদণ্ড ৫/ মোঃ আশরাফুল ইসলাম(৪২) পিতা তাহের আলী গাজী গ্রাম রামচন্দ্রপুর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড গতকাল রবিবার দিনব্যাপী ভেড়ামারা বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় এদের কাছ থেকে ৩৪ পিস ট্যাপেন্টা উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার ভ্রম্যমান আদালতটি পরিচালনা করেন। কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার এসআই সানোয়ার হোসেন ও এসআই শেখ আবুল কাশেম সমূহের সমন্বয়ে একটি টিম গতকাল রবিবার দিনব্যাপী ভেড়ামারার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, মাদক বিরোধী বিশেষ এ অভিযানটি অব্যাহত থাকবে বলে ৷

শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় লালন শাহের তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে মাহবুব-উল আলম হানিফ এমপি

 


কুষ্টিয়া নিউজ: কুষ্টিয়া ছেঁউড়িয়া সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন স্মরণোৎসবের আয়োজন করেছেন লালন একাডেমি।‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীর স্লোগানে এ উৎসবের শেষ দিনে ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনব্যাপী স্মরণোৎসব অনুষ্ঠানের তৃতীয় দিন (১৭ মার্চ) বৃহস্পতিবার লালন স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এমপি। তৃতীয় দিনের অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন।প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। আলোচক বক্তা ছিলেন লালন একাডেমির প্রধান খাদেম মোহাম্মদ আলী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও প্রেসক্লাব (কেপিসি) সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান, কুষ্টিয়া বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, শুভেচ্ছা বক্তা ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও লালন একাডেমির সহ-সভাপতি শারমিন আক্তার, কুমারখালী উপজেলা নিবার্হী অফিসার ও লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তা ছিলেন অতিরিক্ত পিপি ও কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য এ্যাড শহিদুল ইসলাম স্মরণোৎসবে আলোচনা সভা, লালন মেলা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে এই স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে দুর দুরান্ত থেকে লালন একাডেমির শিল্পী আসছে ও লালন ভক্তরা অনুষ্ঠান উপভোগ করছেন। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে লালন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে লালন সঙ্গীত। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর শিল্পিরা। লালন স্মরণোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা উপস্থিত হয়েছেন লালন আখড়া বাড়িতে। সেই সাথে বিদেশি লালন ভক্ত ও পর্যটকরাও এসে প্রাণবন্ত করে তুলেছেন লালন স্মরণোৎসব। উল্লেখ্য, বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক প্রয়াণ হয় বাউল সম্রাট লালন শাহের। এরপর থেকেই কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন স্মরণোৎসব।

জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


কুষ্টিয়া নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যগে ব্যাপক কর্মসুচি পালন করা হয়। জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক,জেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ফকির মুকুল হোসেন এর নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ সরকারি কলেজে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শদ্ধা নিবেদন করেছেন এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলাআওয়ামীলীগের শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, জেলা কমিটির সহ সভাপতি মোঃ কারীবুল ইসলাম উজির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাস্টার জেলা কমিটির সাবেক শ্রম কল্যান সম্পাদক জেলা জাতীয় রিক্সা -ভ্যান শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আক্কাস আলী সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার বিশ্বাস, রেনউইক সি,বি,এ সভাপতি মোহাম্মদ সেলিম রেজা রিপন সাধারণ সম্পাদক ও যুব-শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক মুহঃ জাফরইকবাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান মোল্লা কুমার খালি উপজেলার সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাজা জনতা ব্যাঙ্ক সি,বি,এর কার্যকরী সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন সিনিয়র সহসভাপতি মোঃসেলিম উদ্দিন, শফিকুর রহমান, নুরুল ইসলাম জাতীয় রিক্সা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সালাম প্রমুখ নেতৃবৃন্দ পরে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় যোগ দেওয়া হয়৷

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীদের কর্মবিরতি


কুষ্টিয়া নিউজ:
  কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি দিয়েছে ৷ এই আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২ ) সকাল থেকে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া সিবিএর সভাপতি জিল্লুর রহমান। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা। বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে। এসময় সিবিএ নেতা জিল্লুর রহমানের সাথে কথা বল্লে তিনি বলেন এই বদলির আদেশ প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন তারা। নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা। এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কর্মবিরতিতে অংশ গ্রহন করেন। 

কুষ্টিয়ায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে কর্মচারীর বদলিতে বিক্ষোভ


কুষ্টিয়া নিউজ:
কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ এই কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা।বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বদলির আদেশ প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন তারা। নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা। এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

বুধবার, ৯ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ ১ জন মাদক


কুষ্টিয়া নিউজ:
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৯ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ০৫:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন বিলজানি বাজারস্থ খান মেডিসিন কর্ণার এর সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ৪৮৫ পিছ, যাহার আনুমানিক মূল্য-২,৪২,৫০০/- (দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীম-০২টি এবং নগদ ২৯০/-টাকা সহ ০১ জন আসামী মোঃ কামাল হোসেন (৩০), পিতা-মোঃ আসলাম হোসেন, সাং-পাংশাচরপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে খোকসা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলমের উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ানিউজ: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলমের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলমের উদ্যোগে র‍্যালি শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম সবাইকে নিয়ে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা শুরু করেন। পুনাকসভানেত্রী দিলরুবা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হতে হবে। নারীর স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা একটি সমতাধর্মী সমাজে বিশ্বাস করি। সমাজ ও রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে সমতার বিধান চালু করতে হবে। নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাহলেই সমাজে আমরা সমতার বিধান চালু করতে পারবো। আজকে থেকে আমাদের শপথ নিতে হবে সমাজ ও ব্যাক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সমতার বিধান চর্চা করবো, আর তাহলেই নারীর সাথে আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তা করা সম্ভব হলে নারীরা সমাজে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কারণে আমাদের দেশে নারীরা আজ দেশ উন্নয়নের সকল সেক্টরে দক্ষতার স্বাক্ষর রাখছে।সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন, আজকে আমরা যে নারী দিবসটি উদযাপন করছি এটা আমাদের জন্য একটি গর্বের দিন তথা বিশেষ দিন। আমরা মনে করি যে আমাদের নারীদের জন্যও একটি স্পেশাল দিন আছে। আমাদের নারীদের সবচেয়ে বড় একটি গুন আছে ধারন ক্ষমতা। যেটা মহান আল্লাহ আমাদের এ ধারন ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন।আমরা নারীরা সন্তান ধারন করি, ধৈর্য ধারন করি, আমরা কষ্ট করি।এ ক্ষমতা আল্লাহ তায়ালা শুধু আমাদেরকেই দিয়েছেন।আমাদেরকে একটু স্পেশাল করে বানিয়েছেন, এজন্যই আমরা একটু স্পেশাল। কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। নারীর অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে হলে তার বাবা, স্বামী বা ভাই তথা যে কোন পুরুষকে অবশ্যই সামনে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। এ সচেতনতা আমাদের জন্য খুব জরুরী। কারন দার্শনিক নেপোলিয়ন একটা কথা বলেছিলেন আমাকে একটা ভাল মা দাও, আমি একটি সুন্দর জাতি উপহার দিব।সুতরাং সুন্দর জাতি পেতে হলে অবশ্যই আমাদের মায়েদেরকে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে।অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডাঃ আসমা জাহান লিজা, চেয়ারম্যান ডাঃ লিজা ডাক্তার - ডাঃ রতন ম্যাটস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া, ডাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল কুষ্টিয়া, আফরোজা আক্তার ডিউ, ভাইস প্রেসিডেন্ট, BFUJ, নীলিমা আক্তার, প্রধান শিক্ষক, সিরাজুল হক মুসলিম স্কুল, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও আবৃত্তিকার আলম আরা জুই, কুষ্টিয়া জেলার বিশিষ্ট লেখক ও সমাজ সেবক হাসিনা রহমান, জেবুন্নেছা, কুষ্টিয়া জেলা মহিলা আওয়মীলীগ নেত্রী, সুলতানা করীম, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগ, নারী সাংবাদিক নের্তৃত্ব, নারী এডভোকেট, নারী মানবাধিকার কর্মী, নারী এনজিও কর্মী এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবীর নারী পুলিশ সদস্যবৃন্দ।

কুষ্টিয়ায় মৌবনের উদ্যোগে নারী দিবসে সম্মাননা প্রদান

কুষ্টিয়ানিউজ: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবকল্যাণে একটি 'মৌবন' উদ্যোগ নারী বাতায়ন এ সম্মাননা স্মারক ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যায় মৌবন চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস। এসময় তিনি বলেন, নারীরা নিজে আত্মনির্ভরশীল হলেই কেবল সম্মাননা বাড়বে।তিনি বলেন, কারও কাছে হাত পেতে নয়। নিজেই কিছু করার মধ্যে নিজেকে সম্মান জানাতে হবে। তবেই কেবল পরিবার তথা সকলকে ভালো রাখা যাবে।তিনি আরও বলেন, নিজের উদ্যোগে সাফিনা আনজুম জনী অনেক সামাজিক কাজ করে। যার ফলে তিনি জয়ীতার পদক অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নিজের মেধা মননশীলতার কারণে প্রতিনিয়ত সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতো আরও নারী এগিয়ে এলে এবং এভাবে সমাজের কল্যাণে কাজ করলে সমাজ বদলে যাবে। তাই তিনি মেয়েদের পড়ালেখার উপর গুরুত্ব বাড়াতে সকল অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান।নারী বাতায়নের সভাপতি এবং মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌবনের সিইও হাবিবুল আলম, জেনারেল ম্যানেজার মোশাররফুল হক বকুল, ম্যানেজার আশিকুজ্জামান রনি, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, দিশার সহকারী নির্বাহী পরিচালক এনামুল হক সালাম সহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে নারী বাতায়নের সভাপতি এবং মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী তার বক্তব্যে বলেন, নারী দিবসে আমার একটাই চাওয়া - সমহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি নারী জীবনের সকল ক্ষেত্রে। একস্ট্রা কোন সুবিধা বা সহানুভূতি না হলেও চলবে, যেন প্রতিটি নারীর মানুষের মর্যাদা মেলে। আজকের এই নারী দিবসে সকল নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা অবিনত।এবারে শিক্ষাক্ষেত্রে নাসিরা নাসরিন পিয়া, শিল্প-সংস্কৃতিতে কোহিনুর খানম, সেরা জীবনসঙ্গিনী হিসেবে পাপিয়া সুলতানা এবং স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী নারী হিসেবে রেখা খাতুন এবং মীর তনিমাকে সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় র‌্যাবরে অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুষ্টিয়ানিউজ: র‍্যাবের-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২২ ইং তারিখ রাত ০৮:৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা ত্রিমোহনী বাইপাস সড়কে খাজা গরিবে নেওয়াজ হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ০৯ পিছ, যাহার আনুমানিক মূল্য-২,২৫০/- (দুই হাজার দুইশত পঞ্চাশ) টাকা, মোবাইল ফোন-০২টি, সীম-০২টি এবং নগদ ২৮০/-টাকা সহ ০১ জন আসামী মোঃ মিজবাউর রহমান (২৯) পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-জি.কে কলোনী, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় শিশু সুরাইয়া হত্যার বিচার ও আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়ানিউজ:কুষ্টিয়ায় শিশু সুরাইয়া পারভীন ধর্ষন ও হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে শিশু সুরাইয়ার বাড়ীর সামনে থেকে সর্বস্তরের এলাকার নারী-পুরুষের অংশ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মিছিল থেকে সুরাইয়া হত্যার বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই শ্লোগান দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রেসক্লাব কেপিসি সামনে প্রদক্ষিন শেষে থানার মোড়ে এসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে নিহত শিশু সুরাইায়া ধর্ষন ও হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নিহত শিশু সুরাইায়ার মা-বাবা সহ এলাকাবাসী। উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মিল পাড়াস্থ নিজ বাড়ীর একটি কক্ষ থেকে ৭বছরের শিশু সুরাইয়া পারভীনের গলায় ওড়না পেচানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার, ৭ মার্চ, ২০২২

কুষ্টিয়ার বটতৈলে ট্যাপেন্ডা সেবন কালে বড়ি সহ আটক - ৪

কুষ্টিয়ানিউজ: কুষ্টিয়ার বটতৈল সরদার পাড়া (বুনো পাড়া ব্রীজ নামে পরিচিত বেশি) ক্যানাল ব্রীজের পাশ থেকে ট্যাপেন্ডা সেবন কালে বড়ি সহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্ডা বড়ি সহ ৪ জনকে আটক করেছে জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । সোমবার বিকালে শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া ক্যানালের ব্রীজ পাশে শুকুমারের বাড়ি থেকে মাদক ও মাদক সেবনের জিনিসপত্র সহ ৪ জনকে আটক করা হয়েছে ।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস,আই কাশেম, এস,আই, জি,এম হাফিজুর রহমান, সিপাহী মাসুম, টিপু, রাশিদুল, ইমরান, নূর-নবী সহ কুষ্টিয়া শহরের পাশে বটতৈল সরদ্দার পাড়া শুকুমারের বাড়ি থেকে ২ পিচ ট্যাপেন্ডা ও মাদক সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে ৷আমিরুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত-বদর উদ্দিন ,গ্রাম- জগতি (কৃষক পাড়া) ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় আমিরুলকে ১ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷জসিম জোয়াদ্দার (৪০), পিতাঃ মৃত-আলাউদ্দিন জোয়াদ্দার, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটশাহেদ আরমান , মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় জসিমকে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷মহিউদ্দিন (৪৫), পিতাঃ মৃত-বাকের আলী, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় মহিউদ্দিন কে ১৫ দিনের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷সেলিম (৪৫), পিতাঃ আব্দুর রহমান, গ্রাম- বটতৈল, ভাদালিয়া-পাড়া ৷ মাদক রাখা ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার, মাদক দ্রব্য আইন ২০১৮ / ২৯ (ক) ধারায় সেলিমকে ১ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয়েছে ৷এসময় তাদের ৪ জনের নিকট থেকে দুই পিচ ট্যাপেন্ডা বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেট , সাংবাদিক ও জন-সাধারনের সামনে নষ্ট করা হয়েছে ৷

কুষ্টিয়াতে রাতের আঁধারে বিক্রি হলো সরকারি রেলের স্লিপার

কুষ্টিয়ানিউজ:গত বৃহস্পতিবার ও রবিবার ৩ ও ৬ মার্চ কুষ্টিয়া সেকশন হইতে জি/৪৮ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জ্বালানি কাঠ বিতরন করার নোটিস অনুযায়ী কার্যক্রম চলে। বিতরন ব্যাবস্থাপনায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে কুষ্টিয়া উর্ধতন উপ সহকারী প্রকৌশলী অফিসের বিরুদ্ধে । বিতরনে দেখা যায় বড় বড় ট্রাক, লরি ও নসিমন করিমনে লোড করে বিভিন্ন যায়গায় পাঠানো হয়। পরে বিভিন্ন স'মিল ও ফার্নিচারের দোকানে স্লিপার গুলো দেখা যায়, জনমনে প্রশ্ন উঠেছে জ্বালানি কাঠ কেন ফার্নিচারের দোকানে? এছাড়াও সন্ধ্যার পর রাতের আধারেও স্লিপারা গুলো ট্রাক লোড দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে এলাকার জনপ্রতিনিধি ও পরিচিত জনের মধ্যেও এই স্লিপার বিক্রি করেছেন,যা সরকারি নিয়মের বাইরে। কুষ্টিয়া উর্ধতন উপ সহকারী প্রকৌশলীর অফিস থেকে রাতের আধারে স্লিপার বের করার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কুষ্টিয়া উপ সহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জুয়েল মুহুর্তের মধ্যে অফিস তালা মেরে সেখান থেকে সটকে পড়ে। এক পর্যায়ে উপ সহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জুয়েল সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান আপনারা আসেছেন একটা সম্মান তো আছে। কথার প্রসংগে উপসহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জানান আমি এখানে আর অল্প কিছুদিন আছি, আমার সরকারি ভালো দুইটা দফতরে চাকুরী হয়েছে। টাকা দিয়ে বিষয়টি ঢাকতে না পেরে সাংবাদিককে হুমকি প্রদান করেন, এবং রেগে উঠেন, সব শেষে উপ সহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জুয়েল তার কাজের নিয়ম ভুল ছিলো বলে স্বীকার করেন, এবং নত হন। প্রত্যক্ষদর্শী রকি জানান আমরা জানি সরকারি এইসব কাজ দিনের বেলাই হয়ে থাকে কিন্তু রাতের বেলাই এভাবে গাড়ি লোড দিতে তো আগে কখনো দেখিনি।এবিষয়ে রেলের বিভাগীয় প্রকৌশলী বীর বলের সাথে মুঠো ফোনে জানতে চাইলে উনি বলেন এই স্লিপার শুধু ওই অফিস থেকে শুধু রেলের স্টাফরাই গ্রহণ করতে পারবে বাইরের কেউ সেখান থেকে নিতে পারবে না এবং স্লিপার বিতরনের সময় দিনের আলোতে, রাতের আধারে স্লিপার অফিস থেকে বের করার নিয়ম নাই।

রবিবার, ৬ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় মিলপাড়ায় ৭ বছরের শিশুর রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা

কুষ্টিায়ানিউজঃ কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় সুরাইয়া নামের ৭ বছরের প্রথম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে রহস্যজনক মৃত্যুতে এলাকায় টানটান উত্তেজনা চলছে। নিহতের পরিবার দাবি করছে সুরাইয়াকে ৪-৫ জন ধর্ষনের পর হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সুরাইয়ার শরীরের দুই কাধে এবং দুই পায়ে হাত দিয়ে চেপে ধরে রাখার আঘাতও দেখেছে পরিবারের সদস্য বলে জানিয়েছে। এই নিয়ে রবিবার দুপুরবেলা এলাকাবাসী সহ নিহতের পরিবারের লোকজন ৪-৫ জনের বাড়িঘর দোকানপাট ভাংচুরের চেষ্টা চালিয়েছে। পরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসলে হাজার হাজার মানুষ লাশ দেখতে ভীড় করে। উল্লেখ্য :শনিবার সন্ধ্যার পর গলাই ওড়না প্যাচানো অবস্থায় সুরাইয়াকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুরাইয়া কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের পূর্ব মিলপাড়া এলাকার রুবেল আলীর মেয়ে। সে আলাউদ্দিন আহমেদ একাডেমি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাছ ব্যবসায়ী। সুরাইয়ার মা ইমা খাতুন বলেন, অনেক জায়গায় খোঁজাখুঁজি পরে রাত ৭টার দিকে টিনের ঘরে গিয়ে দেখি ঘরের ডাপের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার মেয়ের কি হলো বুঝতে পারছি না। এতটুকু শিশু আত্মহত্যা করবে কেন? আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে না। সুরাইয়ার বাবা রুবেল আলী বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। ফোন পেয়ে বাড়ি এসে দেখি মেয়ে মারা গেছে। ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। আমার স্ত্রী ওড়না কেটে তাকে উদ্ধার করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যা নাকি আত্মহত্যা তা বুঝতে পারছি না। আমার মেয়ে আত্মহত্যা করবে কেন? সেতো আত্মহত্যা কী তাই বোঝে না। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গলায় ফাঁসে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

শনিবার, ৫ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় ডিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ৪ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

কুষ্টিয়ানিউজঃ কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নির্দেশে ডিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈদ্যনাথ তলা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ অন্তর আলী (২০) শুক্রবার (৪মার্চ) দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এসপি মোঃ খাইরুল আলম জানান,গত ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টায় তার নির্দেশে জেলা ডিবি পুলিশ কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন তারাগুনিয়া গ্রামের জনৈক শরিফুল ইসলামের মুদি দোকানের উত্তর পাশে দৌলতপুর টু ভেড়ামারা গামী পাকা রাস্তার উপর থেকে এস আই মোঃ আশিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স ২৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী অন্তর আলীকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী অন্তর আলীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে পলাতক আসামী মোঃ কামাল ওরফে বুলু (২৫) এর নিকট হতে ক্রয় করে মর্মে স্বীকার করে। ধৃত আসামি অন্তর আলী আরো জানায় পলাতক আসামি মোঃ কামাল ওরফে বুলু এর বাড়িতে আরো অনেক ফেন্সিডিল আছে। ধৃত আসামি অন্তর আলীকে গ্রেপ্তার পরবর্তী তার স্বীকারোক্তি মোতাবেক আরো ফেনসিডিল উদ্ধারের জন্য ধৃত আসামীসহ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ কামাল ওরফে বুলু পিতা - মৃত শুনছেন মোল্লা, থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া এর নিয়ন্ত্রণাধীন বসতবাড়ির রান্না ঘর হতে ১ টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১ টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসপি খাইরুল আলম জানান, আটক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হলে আদালত মাদক ব্যাবসায়ী অন্তর আলীকে জেল হাজতে প্রেরণ করে।

কুমারখালীতে মাদকসহ দুইজন আটক

কুষ্টিয়ানিউজ:কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ গ্রাম গাঁজা ও ২৫ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ঠেলাঠেলি বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের ঠেলাঠেলি বাজার গ্রামের ইমাম সরদারের ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে মুফা (৫০) এবং পৌরসভার শেরকান্দি রেলপাড়া্য আব্দুল্লাহর ছেলে লিটন (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠেলাঠেলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ২৫ পিছ ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এতথ্য নিশ্চিত করেছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলে সড়কে ঝরল ২ টি প্রাণ

কুষ্টিয়ানিউজ: কুষ্টিয়া সদরে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাহরিয়ার নির্জন (১৭) ও আশিক (১৮) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী আকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আর নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটাল কোম্পানিতে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল আকিব হোসেন। এদিকে সবুজ উদ্দিন কিয়াম মেটালে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম কুষ্টিয়ার তারুণ্যের নিউজকে বলেন, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে স্কুলের বাউন্ডারী নির্মানে নয়ছয়! ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের উপকরন।

কুষ্টিয়ানিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি স্কুলের বাউন্ডারী নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও নি¤œমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ সব স্কুলের বাউন্ডারীতে প্রয়োজনের তুলনায় কম উপকরন ব্যবহার ও নি¤œ মানের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। অপরদিকে স্কুলে নিম্নমাণের ইট ও প্রয়োজনের তুলনায় কম উপকরন ব্যবহার করার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি স্কুলের প্রধান শিক্ষকের বলে অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী এলজিইডি দৌলতপুর এর তথ্যমতে জানাযায়, উপজেলার শীতলাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মানে ২২,৭৪,৮০০/= টাকা, মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মানে ১৮,৯৩,৪১১/= টাকা এবং ফিলিপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মানে ১৩,৫১,৭৯৬/= টাকা ব্যায় কাজ পায় ঠিকাদার মাহাবুব। ইতিমধ্যে এসকল স্কুলের মধ্যে শীতলাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণ কাজে নি¤œমানের ইট, বালি, সিমেন্ট ব্যবহার সহ সিডিউলের চেয়ে উপকরন কম ব্যবহার করা হয়েছে। স্কুলের বাউন্ডারী নির্মান কাজ করার সময় শীতলাইপাড়া এলাকার এলাকাবাসী ও স্কুলের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু কাজ বন্ধ করে দিতে চাইলে সম্প্রতি উপজেলা পৌকশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারী নির্মানে অনিয়ম সহ নানা গড়মিল ধরেন। কিন্তু কোন এক অদৃশ্য খুটির জোরের কারনে উপজেলা প্রকৌশলী কোন পদক্ষেপ না নিয়ে ঠিকাদর মাহাবুব (মাহাবুব মাষ্টার) কে স্কুলের বাউন্ডারী নির্মানের কাজ চালিয়ে নিতে সহায়তা করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকাবাসী জানায়, এ ব্যাপারে বারবার ঠিকাদারকে বলা হলেও ঠিকাদার মাহাবুব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) বখতিয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার সাহেব কোন কর্নপাত করেননি। এলাকাবাসী আরোও জানায়, এসকল স্কুলের বাউন্ডারী নির্মান কাজের সাথে স্থানীয় এমপি‘র ছোট ভাই নামে পরিচয় দানকারী মাহাবুব (মাহাবুব মাষ্টার) ও উপজেলা প্রকৌশলীর যোগসাজস রয়েছে। তাই কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হচ্ছে। স্কুলের বাউন্ডারী নির্মান কাজে নিম্নমানের উপকরন ব্যবহার ও অনিয়ম করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তার ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার মাহাবুব (মাহাবুব মাষ্টার) বলেন, আমি কোন অনিয়ম করিনি, তবে কিছু খারাপ ইট ভুল করে কাজের যায়গাতে চলে গেছে। সেগুলো সরিয়ে নিয়ে আসা হবে। তিনি আরোও বলেন, আপনি কাজের স্থানে কেন গিয়েছেন? তাড়াতাড়ি সেখান থেকে চলে আসেন সব কিছু ঠিকঠাকভাবেই চলছে এবং ব্যাপারটা নিয়ে যেন কোন নিউজ না করা হয় সেটা বলেও সতর্ক করেন এই প্রতিবেদককে। এব্যাপারে শীতলাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু জানান, ঠিকাদার মাহাবুব কে নিম্নমানের উপকর ব্যবহার করতে নিষেধ করায় তিনি এ বিষয়টি নিয়ে বেশি কথা বলতে মানা করেন। তিনি আরোও অভিযোগ করে বলেন, কাজ প্রায় শেষ পর্যায়ে আসার পরেও তাকে কাজের কোন সিডিউল দেখানো হয়নি বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার নিজেকে ধোয়া তুলশীপাতা হিসেবে জাহের করে বলেন, ঠিকাদার মাহাবুব (মাহাবুব মাষ্টার) কে নিয়ে আমি নিজেই চরমভাবে বিরক্ত, তার কাজের গতিকম বলে। স্কুলের বাউন্ডারী নির্মানে নিম্নমানের উপকরন ব্যবহার করার বিষয়ে কিছু জানেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোন তথ্য আমার কাছে নেই তবে যদি সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, উপজেলা প্রকৌশলীকে উন্নয়ন মুলক কাজে কোন দুর্নীতি বা গাফিলতি না করার নির্দেশনা দেয়া হয়েছে। ছবির ক্যাপশন: উপজেলার শীতলাইপাড়া স:প্রা:বি: কাজে পচা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।

বুধবার, ২ মার্চ, ২০২২

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান


কুষ্টিয়ানিউজঃ 
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ' সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা  মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা  চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম নুরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ সহ ১ জন আটক


কুষ্টিয়ানিউজঃ 
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ০৫:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর মোঃ শাহাবুল(৫০), পিতা-মৃত সোলায়মান সরকার, সাং- ফিলিপনগর এর গরুর বাথানের দক্ষিন পূর্ব পাশে বর্গাকৃত জমিতে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬০ (একশত ষাট) টি গাঁজার গাছ যাহার ওজন ৩১ (একত্রিশ) কেজি, মোবাইল ফোন ০২টি, সিম ০২টি সহ ০১ জন আসামী শাহাবুল (৫০), পিতা-মৃত সোলায়মান সরকার, সাং-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান


কুষ্টিয়ানিউজঃ
 আজ ১ মার্চ ২০২২ বেলা ১২ টায় দৌলতপুর উপজেলার অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  জনাব আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি' বিশেষ অতিথি  উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,  জনাব এ্যাডঃ এজাজ আহমেদ মামুন বিশ্বাস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দৌলতপুর, কুষ্টিয়া। সাক্কির আহমেদ ভাইস চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ দৌলতপুর কুষ্টিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, টিপু নেওয়াজ,  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আতিয়ার রহমান সরদার আতিক, হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনোয়ার কবির মিন্টু, আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সহ অনেকে।

প্রধান শিক্ষিকার নির্দেশে গাছের গুড়ি সরাতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্র আহত


কুষ্টিয়ানিউজঃ 
কুষ্টিয়ায় লাভলু (১১) নামে এক ৫ম শ্রেণি পড়ুয়াকে বাধ‍্যতামূলক শ্রমে বাধ‍্য করার অভিযোগ মিলেছে।  অভিযোগের তীর ৪ নং আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকার দিকে।  ভুক্তভোগী পড়ুয়ার মা লাভলী খাতুন জানান, মঙ্গলবার (১ মার্চ-২০২২)  সকাল ১০ টায় প্রধান শিক্ষিকা জাকিয়া পারভীন লাভলুকে বাড়ী থেকে বিদ‍্যালয়ে  ডেকে নিয়ে যান । ১০/১২ জন শিক্ষার্থীকে নির্দেশ দিয়ে বিদ‍্যালয় প্রাঙ্গন থেকে  একটি বড় গাছের গুড়ি সরাতে বাধ‍্য করেন। গাছের গুড়ি সরাতে গিয়ে আহত হয় ৫ম শ্রেণির ছাত্র লাভলু। তার  ডান হাতের আঙ্গুলে রক্তাক্ত জখম হয়েছে। বতর্মানে তার অবস্থা আশংকাজনক।

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ


কুষ্টিয়ানিউজঃ
 কুষ্টিয়ার সদর উপজেলায় যৌতুক না পেয়ে মৌ খাতুন (২২) নামে এক স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বকুল ইসলামের (৩৩) বিরুদ্ধে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূকে মৃত ঘোষণা করে চিকিৎসক। কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহিনী বটতলা বাজারের পাশে মন্ডলপাড়ায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মৌ খাতুন সদর উপজেলার উজানগ্রামই উনিয়নের দুর্বাচরা বাজারপাড়ার আব্দুর রশিদ মোল্লার মেয়ে। মৌ খাতুনের স্বামী বকুল ইসলাম কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহিনী বটতলা বাজারের পাশে মন্ডলপাড়ার উকিল উদ্দিনের ছেলে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে মৌ খাতুনের সাথে বকুলের বিয়ে হয়। মোস্তাক নামের এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে তাদের। 

নিহতের পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় গৃহবধূ মৌ খাতুনকে মারধর করতেন স্বামী বকুল। মৌ এর বাবা একজন গরীব মানুষ। অভাবের সংসার হলেও মেয়ের মুখের দিকে চেয়ে কয়েকবার জামাইয়ের যৌতুকের দাবি পূরণ করে মৌ এর বাবা। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে সোমবার মৌকে নির্মম নির্যাতন করেন তার স্বামী। হত্যার পর তাকে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। স্থানীয়রা দুপুর ২টার দিকে ওই গৃহবধূকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


নিহতের চাচাতো ভাই এনামুল হক বলেন, যৌতুকের দাবিতে আমার বোন মৌকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করতো বকুল। অভাবের সংসার হলেও মৌ এর মুখের দিকে চেয়ে কয়েকবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ যৌতুকের দাবি পূরনের অপারগতা প্রকাশ করলে সোমবার তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বকুল। তারা হত্যার বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে। হত্যার জন্য বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। 

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, দুপুরের দিকে হাসপাতালে আনার আগেই মৌ খাতুনের মৃত্যু হয়। মরদেহ মর্গে রয়েছে। 

কুষ্টিয়া পৌরসভার ১০,১১,১২ নম্বর  ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিল রিনা নাসরিন বলেন, আমি একটি মিটিংয়ে ছিলাম। ওই গৃহবধূর মৃত্যুর সংবাদ শুনে মর্গে এলাম। এখনও বিস্তারিত কিছু জানাতে পারিনি না। 

মৌ খাতুনের স্বামী বকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। পারিবারিক কলহের জেরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমি তাকে হত্যা করিনি। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় করলেন হাসানুল হক ইনু এমপি



কুষ্টিয়ানিউজঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ডাক্তার, কর্মকর্তা,নার্স ও কর্মচারীদের সাথে সোমবার (২৮শে ফেব্রুয়ারী) দুপুরে  মতবিনিময় করলেন জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাদের, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন সহ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বৃন্দ।

এর আগে সকালে আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও কামিরহাট বালিকা বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। পরে বিকেলে ৫০ তম আন্তঃস্কুল,  মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

মিরপুর বহলবাড়িয়ায় যুবককে পিটিয়ে আহত; থানায় এজাহার


কুষ্টিয়ানিউজঃ 
কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।

আহত যুবক হলেন, বহলবাড়িয়া গ্রামের মোতালেব হোসেন এর পুত্র রানা আহামেদ (২৫)। ঘটনার বিষয়ে মোতালেব হোসেন জানান, গত ২২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে একটি মাটির চাড়ি সরানোকে কেন্দ্র করে আমার পুত্র রানা আহমেদের উপর আঘাত হানে। উক্ত ঘটনায় রানাকে রক্তাক্ত জখম অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পরে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া হয়। মোতালেব হোসেন বলেন, এ ঘটনায় স্থানীয় ভাবে সমাধান করার চেষ্টা করলে, কোন সমাধান পাই নাই। পরবর্তীতে আমার পুত্র রানা মিরপুর থানায় একটি এজাহার দেন। ঘটনার বিষয়ে রানার সাথে কথা হলে তিনি জানান, আশরাফুল সরদার (৫০) ও বিথী খাতুন (৪০) আমার আপন চাচা-চাচীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলছিলো। হঠাৎ একটি চাড়ি সরানোকে কেন্দ্র করে আমাকে রক্তাক্ত জখম করে। সে লক্ষ্যে এর সুষ্ঠু বিচারের দাবীতে থানায় এজাহার দেওয়ায় বিভিন্ন ভাবে আসামীদ্বয় রানাকে হুমকি দিচ্ছেন বলে জানা যায়। বিচারের দাবীতে অভিযোগকারী দ্বারে দ্বারে ঘুরছে। 

এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কুষ্টিয়া পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র "নির্ঝর" এর শুভ উদ্বোধন

কুষ্টিয়ানিউজঃ রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র "নির্ঝর" এর শুভ উদ্বোধনী প্রোগ্রামের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী নামফলক উন্মোচন ও ফিতা কেটে কুষ্টিয়া পুলিশ লাইন্সের এসএএফ ফোর্সের বিনোদন কেন্দ্র "নির্ঝর" এর শুভ উদ্বোধন করেন। এসএএফ ফোর্সের ডিউটি শেষে সাধারণত বিনোদনের তেমন কোনো ব্যবস্থা থাকে না। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিষয়টি অনুধাবন করেন এবং তার একান্ত প্রচেষ্টা ও সার্বিক পরিকল্পনায় তা বাস্তবায়ন করা হয়। বিনোদন কেন্দ্র "নির্ঝর" অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এবং এসএএফ ফোর্সের নির্মল বিনোদনের জন্য রুমে ৭৫ ইঞ্চি সনি ব্রাভিয়া টিভি দেওয়া হয়েছে। 


এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল),  কুষ্টিয়া জেলার সকল অফিসার ইনচার্জ বৃন্দ, ওসি ডিবি, কোর্ট ইনস্পেক্টর, ডিআইও ১, আরওআই মোঃ শহীদুজ্জামান, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলা পুলিশের এসএএফ সদস্যবৃন্দ।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...