বুধবার, ২১ জুন, ২০২৩

কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ নির্মানে আবারো অনিয়ম


কুষ্টিয়ার নিউজ: কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই শহর রক্ষা বাঁধ প্রকল্প নির্মাণ কাজ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজ হয়েছে আনুমানিক ২৫ ভাগ। অভিযোগ উঠেছে যতটুকু কাজ হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ দিয়ে যা সরেজমিনে গিয়ে দেখা গেছে। কুষ্টিয়া মঙ্গলবাড়ীয় এলাকা থেকে জুগিয়া পর্যন্ত ১ হাজার ১৪০ মিটার গড়াই নদীর তীর ও শহর রক্ষা বাঁধ  প্রকল্পের  নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে, শেষ হবার কথা ২০২৩  সালের  জুন  মাসে। অথচ দেখা যাচ্ছে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। যতটুকু কাজ করা হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে। এই প্রকল্পের কাজ পান ন্যাচারাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 


এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করে যাচ্ছেন। ফলে সঠিকভাবে কাজ না করায় হুমকীর মুখে পড়তে পারে কুষ্টিয়া শহর। মোটা বালি দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে ফিলিং বালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ওই সব বালি নদীতেই চলে যাচ্ছে। ১নং ইটের খোয়া দিয়ে ব্লক নির্মান করার কথা থাকলেও ব্লক নির্মাণ করা হচ্ছে পোড়া মাটি দিয়ে। তারা এটাও বলেন, এর আগেও এই বাধের কাজ করা হলেও তা টিকে নাই। প্রতিবারই অনিয়ম করে বাধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবী সঠিকভাবে বাঁধ নির্মান করা হোক। 


ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ইতিপূর্বে যে ঠিকাদারী প্রতিষ্ঠান যে ভাবেই কাজ করুক না কেন বর্তমানে আমরা সঠিকভাবেই কাজ করে যাচ্ছি। কাজের মানও ভালো হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে বাঁধ নির্মানের অভিযোগ উঠলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, এই প্রকল্পের কাজের অনিয়মের কোন সুযোগ নেই। তিনি বলেন, কোয়ালিটি ও কোয়ানটিটি নিয়ে ডাউট হবারও কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক নিয়মেই কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কখনো আ:লীগ কখনো ইসলামি আন্দোলন দুই দলেই সক্রিয় বটতৈলের মোশাররফ

কুষ্টিয়ার নিউজ: কখনো আওয়ামী লীগ কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ আবার বাবা ছিলেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। তাদের পরিবারে নেতৃত্ব দিতে দেখা যায় সব দলেই। বলছি কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল গণির ছেলে মোঃ মোশাররফ হোসেনের কথা।

জানা যায়,গত ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় জামাত বিএনপি নাশকতার প্রতিবাদে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রোগামে মিছিলের সামনের সারিতে দেখা যায় মিছিল করতে। আবার গত ১৬ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে “চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর” এই স্লোগানে বিক্ষোভ মিছিলে মোটরসাইকেল নিয়ে দেখা গিয়েছে মোশাররফ হোসেন কে। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি বলেন, “এরাই দেশের শত্রু জনগণের শত্রু। কখনো আওয়ামী লীগ আবার কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ। আবার আবার দল ক্ষমতায় আসলে দেখে নেওয়ার ও হুমকি দেন তিনি। যারা এক দল থেকে অন্য দলে দিনে দিনে দল পাল্টায় এরা কখনো দেশের উন্নয়ন চাই না। আমরা চাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মোশাররফ হোসেন দুই দলের প্রোগামে যাওয়া কথা স্বীকার করে বলেন, ” ভাই আমি একজন ব্যাবসায়ী এ বিষয়ে কথা বলতে চাই আপনি আমার সাথে দেখা করেন আপনার সাথে সাক্ষাৎতে কথা হবে”।

বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম বলেন, “ভাই বলব ডা কি বলেন আপনি এক সময় সাক্ষাৎতে কথা বলেন মোবাইলে কোন কথা বলা যাবে না”।

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, ” মোশাররফ আমার এলাকার ছেলে। সে একজন ব্যাবসায়ী উনি আমাদের আওয়ামী লীগের সাথে নিয়মিত প্রোগাম করে সে একজন চরমোনাইয়ের মুরিদ”।

সোমবার, ১২ জুন, ২০২৩

রিফাইতপুরে ১০১ জন কার্ডধারী কে, ভি ডব্লিউ বি কার্ডের চাউল বিতরন

 
কুষ্টিয়ার নিউজ: দৌলতপুর রিফাইতপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ভি,ডব্লিউ বি কার্ডের আওতায় ১০১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।

১২ জুন ( সোমবার) সকাল ০৯ টাই সময় রিফাইতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান রিফাইতপুর ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি দৌলতপুর,  উপজেলা আওয়ামী লীগ,এসময় উপস্থিত ছিলেন  মোঃরোকুনুজ্জামান,ট্যাগ অফিসার প্রতিনিধি।

 মোঃ বজলুল হক,সচিব রিফাইতপুর ইউনিয়ন পরিষদ এবং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, সুবিধা ভোগী প্রান্তিক জনগন ও সকল গ্রাম পুলিশ।রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত  চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু প্রধান অতিথির বক্তব্যে বলেন,আজকে আমি শ্রদ্ধার সাথে স্বরন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে,যার সারা জীবন স্বপ্ন ছিল বাংলার ভুখা নাঙ্গা অসহায় মানুষের দুঃখ দুর্দাশা লাঘব করে মুখে হাসি ফোটানো, ৭৫ এ-র ২৫শে মার্চ কাল রাত্রীতে বঙ্গবন্ধু শহীদ না হলে হয়তো আমরা অনেক আগেই বিশ্বের সামনে উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়াতে পারতাম,বঙ্গবন্ধুর অসমাপ্ত আদর্শ বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী এশিয়া মহাদেশীয় লৌহ মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নত করতে বিভিন্ন ধরনের কর্মসুচি বাস্তবায়ন করে আসছে,জননেত্রী শেখ হাসিনার সরকার বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,শিশু ভাতা,মাতৃত্বকালীন ভাতা,টিসিবি,ভিজিডি,ভিজিএফ,ভিডাব্লিউ বি,আশ্রায়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলার প্রান্তিক জনগণের জীবন মান উন্নত করে বিশ্বের সামনে উন্নত বাঙালী জাতি মাথা উঁচু করে দাড়াতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আসুন আমরা এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থির বিজয় সুনিশ্চিত করে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করি তা না হলে অপশক্তি ক্ষমতায় এসে আবারও জাতি কে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে যাবে।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...