শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

কুষ্টিয়ার নিউজ:১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের উদ্যগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল ১৭ই মার্চ ২০২৩ শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সদর উপজেলা পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা"র নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ এর কর্মকর্ত্তা কর্মচারিরা উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক এ-র প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বাদ জুম্মা উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার, ১৩ মার্চ, ২০২৩

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিলসহ আটক-০১

 

কুষ্টিয়ার নিউজ : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ই মার্চ, ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ঢাকা ঝালুপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৩,০৮,০০০/-(তিন লক্ষ আট হাজার) টাকাসহ ০১ জন আসামি মোঃ মোস্তফা (৩২), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-চর বানিয়াপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

রবিবার, ১২ মার্চ, ২০২৩

ফুটপাথে সন্তান প্রসব

 

ঢাকা প্রতিনিধি: ঢাকা মহনগর পুলিশের গুলশান বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোর্শেদার সহায়তায় বাড্ডার নতুন বাজারের ফুটপাথে সন্তান প্রসব করেছেন এক মা। বর্তমানে ফুটফুটে শিশু সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি এখন ভাইরাল। নেটিজেনদের ‘মানবিক’ পুলিশ সার্জেন্ট হিসেবে বাহবা পাচ্ছেন মোর্শেদা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকেও সাধুবাদ পাচ্ছেন সার্জেন্ট মোর্শেদা  ও কনস্টেবল তানিয়া। গতকাল শুক্রবার বিকেলে বাড্ডার নতুন বাজারের রাস্তায় বসে হঠাৎ প্রসব বেদনায় চোখেমুখে অন্ধকার দেখছিলেন সদ্য মা হওয়া নারী। এমন অবস্থায় তার পাশে দাঁড়ান একজন নারী পুলিশ সদস্য। তিনি ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোর্শেদা। অন্য একজন নারী কনস্টেবল তানিয়াকে নিয়ে খবর শুনেই ছুটে যান প্রসব বেদনায় কাতরানো নারীর কাছে। আশপাশের বাস কাউন্টারের ছাতা নিয়ে গড়ে তোলেন বেষ্টনী। কিছু সময় পর স্বাভাবিকভাবেই জন্ম নেয় ফুটফুটে শিশু। শুধু তাই নয়, সন্তান জন্ম নেওয়ার পর নাড়ি কাটা নিয়ে জটিলতায় এই সার্জেন্ট ৯৯৯-এ ফোন করে জরুরী অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে ওই নারীকে সন্তানসহ চিকিৎসার ব্যবস্থা করেন। সার্জেন্ট মোর্শেদা বলেন, আমি সড়কের যানজট কমানো নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে এক ব্যক্তি এসে জানাল নতুন বাজারে ফুটওভার ব্রিজের নিচে একজন নারী অসুস্থ হয়ে পড়ে আছেন। আমি দ্রুত ফুটওভার ব্রিজ পার হয়ে তার কাছে যাই। যাওয়ার পর তাকে আগলে ধরি। এক পথচারী নারীকে সহায়তা করতে অনুরোধ করি। অল্প সময়ের মধ্যেই সন্তান প্রসব হয়। তিনি বলেন, ‘ওই নারীর স্বামী একটি রেষ্টুরেন্টের কর্মচারী। তারা রাজধানীর বেরাইদ এলাকায় থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করেছি, যাতে চিকিৎসা ব্যয়ে ডিসকাউন্ট দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ ডিসকাউন্ট দেওয়ার কথা দিয়েছে। শনিবার দুপুরে নতুন বাজারের উপশম হেলথ পয়েন্টের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ হাসপাতালের ডাক্তাররা তাদের ছাড়পত্র দিয়েছে। আজ দুপুরে সোয়া ১২টার দিকে ছাড়পত্র দেওয়া হয়। ওই সময় সার্জেন্ট মোর্শেদা হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি নিজেও ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। মা ও নবজাতক সুস্থ আছেন। পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজুর রহমান রিয়েল বলেন, টিম ট্রাফিক গুলশানের পক্ষ থেকে এরকম মহানুভবতা ও ভালো কাজের জন্য সার্জেন্ট মোর্শেদা ও কন্সটেবল তানিয়াকে আমরা সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভে উত্তাল রাবি

 

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উত্তপ্ত করে তুলেন ক্যাম্পাস। এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগদান করছেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের শতশত ভাইয়েরা আহত মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পাইনি। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। এসময় প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের পর ভিসির বাস ভবন ঘেরাও করে তারা আন্দোলন চলমান রাখবেন বলে জানান। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আগামী ১২ ও ১৩ মার্চ সকল ক্লাস-পরিক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১১ মার্চ (শনিবার) রাতে অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এর আগে বাসের ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ শুরু হলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত ২৫-৩০টি দোকানে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে রামেকে ভর্তি আছেন।সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের দুপাশ থেকে স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে একটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নামের এক ছাত্র। যাত্রাপথে ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাস থেকে কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

শনিবার, ১১ মার্চ, ২০২৩

কুষ্টিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 







কুষ্টিয়ার নিউজ: কুমারখালিতে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। শনিবার বেলা  দেড় টার দিকে পৌরসভার খোকন মোড়  এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর  আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  


নিহত শ্রমিক জয়নাবাদ গ্রামের মৃত আমিরুদ্দিন এর ছেলে মানিক (৪০)। এবং আহত হয়েছেন একই এলাকার তছলেমের ছেলে রাজু (৪২)। 

স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে খোকন মোড় এলাকায় ঠিকাদারারের লোকজন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হটাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর আরেকজন পোলের উপর থেকে নীচে পরে গেলে  আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক কুষ্টিয়া সদর হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে।

ঠিকাদার মেজবাহুর রহমান মিজু জানান, তার ঠিকাদারী প্রতিষ্ঠানের হেড মিস্ত্রি দীর্ঘদিন যাবত কুমারখালীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করছে। সে উপজেলা ফিডার ও শহর ফিডার দুইটা সমন্ধে অবগত। উপজেলা ফিডার বন্ধ রেখে তাদের শ্রমিক কাজ করছিলো। কিন্তু হেডমিস্ত্রি অসচেতনতার সাথে চালু শহর ফিডারে শ্রমিককে কাজ করতে বললে এই দুর্ঘটনা ঘটে। 

কুমারখালী ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) আবাসিক প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, কুমারখালী শহর দুইটা ফিডারে বিভক্ত। শনিবার বেলা ২ টা পর্যন্ত উপজেলা ফিডার বন্ধ রেখে  ঠিকাদারের লোকজন কাজ করছিলো। কিন্তু অসাবধানতাবশত তারা চালু শহর ফিডারের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

অন্ত:সত্ত্বা গৃহবধুকে দাহ্য পদার্থ নিক্ষেপে হত্যায় যুবকের মৃত্যুদন্ড

 



কুষ্টিয়ার নিউজ: কুষ্টিয়া মডেল থানায় তরলদাহ্য ছুড়ে অন্ত:সত্বা এক গৃহবধুকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনির (৩৮) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার (৮ মার্চ) বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম দন্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায়ে সাজাপ্রাপ্ত যুবককে আরও ৫০হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্ত রোকনুজ্জামান কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ভাড়াটিয়া অন্ত:সত্বা গৃহবধু জুলেখা খাতুন(৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সাথে তার দোতলায় বসে গল্প করছিলেন। এসময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে সৃষ্ট দ্বন্দের জেড়ে বাড়ি মালিকের ছেলে রোকনুজ্জামান পেট্টোল, তারপিনসহ অতিদাহ্য মিশ্রিত তরল ছুড়ে গ্যাস লাইটের আগুন ধরিয়ে দেয় গৃহবধু জুলেখার দেহে। এঘটনায় নিহতের শরীরের ৭০শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। দগ্ধ জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে অগ্নিদগ্ধ জুলেখা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান আসামী রোকনুজ্জামান রনির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে  কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জাবিদ হাসান এ মামলার একমাত্র আসামী রোকনুজ্জামানের বিরুদ্ধে একসাথে দুইটি নরহত্যাকান্ডে জড়িত অভিযোগে চার্যশীট দাখিল করেন আদালতে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারী কৌসুলি এ্যাড. আব্দুল হালিম জানান, নিহত গৃহবধুর বাসায় ব্যবহৃত ইন্টারনেট সংযোগের পার্সওয়ার্ড নেয়াদেয়াকে কেন্দ্র করে পূর্ব হতেই যুবক রোকনুজ্জামানের সাথে দ্বন্দ চলছিলো। তারই জেরে এই হত্যাকান্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মামলার একমাত্র আসামী রনির মৃত্যুদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন।


গাংনীর আমতৈল গ্রাম থেকে গাঁজাসহ আটক-১


গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৯২৫ গ্রাম গাঁজাসহ সাদ আহাম্মেদ(৫০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।বুধবার সন্ধা ৬টার দিকে তাকে আটক করে।আটককৃত সাদ আহম্মেদ গাংনী উপজেলার আমতৈল গ্রামের মৃত রায়হান উদ্দিন ছেলে। গাংনী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) কামান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) টিম অভিযান চালিয়ে আমতৈল গ্রামের গোরস্থান পাড়া এলাকা থেকে সাদ আহম্মেদ কে আটক করে। এসময় তার কাছে থেকে  ৯২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নয়শ টাকা ও একটি বাটন মোবাইল উদ্ধার করে। তিনি আরো জানান,আটককৃত সাদ আহম্মেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ৮ মার্চ, ২০২৩

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক


কুষ্টিয়ার নিউজ: র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৪০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাংলাবাজার এলাকা হতে’’ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-৩৪, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০১৭, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ)/২৫, সেশন-১৩০৫/১৮ এর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বিল্লাল(৩৪), পিতা-শাহজাহান, সাং-আতারপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব উল্লেখ করেন, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আজ ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ খ্রিঃ


কুষ্টিয়া নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ডাক দেন। জাতির পিতার উক্ত আহবানে বাংলার আপামর জন সাধারণ ঝাপিয়ে পড়েন যুদ্ধে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলার স্বাধীনতা।আজ ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ খ্রিঃ। ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে পুলিশ সুপার, কুষ্টিয়া’র কার্যালয় চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। অতঃপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...